মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু ও রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসে শেষকৃত্যে যোগ দেবেন বলে জানিয়েছেন। এর মাধ্যমে এটি হবে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের প্রথম বিদেশ সফর।
সোমবার বিকেলে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেন, মেলানিয়া এবং আমি রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যাব। আমরা সেখানে উপস্থিত থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ৮৮ বছর বয়সে সোমবার মারা যাওয়া ফ্রান্সিসের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল ট্রাম্পের। তবে ট্রাম্প হোয়াইট হাউসে ও বিশ্বজুড়ে ফেডারেল সম্পত্তিতে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
ইস্টার উপলক্ষে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, ‘তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি কঠোর পরিশ্রম করতেন এবং বিশ্বকে ভালোবাসতেন।’
ট্রাম্প এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘পোপ ফ্রান্সিস শান্তিতে থাকুন! ঈশ্বর তার এবং তাকে যারা ভালোবাসতেন তাদের সকলের মঙ্গল করুন।’